পটাশপুর ২: 'কলেজ যাচ্ছি' বলে বাড়ি থেকে বেরিয়ে দেশপ্রাণ কলেজের তিন ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ, তদন্তে পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলা কাঁথির দেশপ্রাণ কলেজের তিন ছাত্রীর গত পহেলা ডিসেম্বর সকালে কলেজ যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর থেকে আজ পর্যন্ত তাদের খোঁজ না মেলায় রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছে প্রত্যেকের পরিবার থেকে মিসিং ডায়েরি করা হয়েছে তিন ছাত্রী তৃতীয় বর্ষের দুই ছাত্রীর বাড়ি কাঁথি থানার একজনের মারিশদা থানা এলাকায় |বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের লোকজন প্রশাসনের তরফ থেকে জোট তল্লাশি অভিযান চালানো হচ্ছে |