বিষ্ণুপুর ২: চন্ডী অঞ্চলে আমতলা চৌরাস্তার পার্শ্ববর্তী এলাকায় বাংলার ভোটারদের রক্ষার্থে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেঘা শিবির
বাংলার ভোটারদের রক্ষার্থে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্ডী অঞ্চলে আমতলার চৌরাস্তা পার্শ্ববর্তী এলাকায় একটি মেঘা শিবিরের আয়োজন করা হয় উক্ত এই মেঘা শিবিরে উপস্থিত হন বিষ্ণুপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাঁতগাছিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক নব কুমার বেতাল এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল