কাঁকসা: গুরু নানকের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে পানাগড়ে শোভাযাত্রা,পুলিশের কড়া নজরদারি,সকল ধর্মের মানুষের জন্য খোলা হয় লঙ্গর
শিখ ধর্মের ধর্মগুরু গুরু নানকের ৫৫৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে রবিবার পানাগড় বাজারে বের হয় শোভাযাত্রা।এদিন গুরুদুয়ারা থেকে শোভাযাত্রা শুরু হয়ে।শোভাযাত্রা পানাগড় বাজারের প্রয়াগপুর মোড় ও রণডিহা মোড় ঘুরে ফের গুরুদুয়াররে শেষ হয়।শোভাযাত্রা কে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আগে থেকেই পানাগড়ে পুরাতন জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।এছাড়াও গোটা পানাগড় বাজারে ছিল কাঁকসা থানার পুলিশের কড়া নজরদারি।গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে জানানো হয়।