বারাসত ২: ছিনতাইয়ে বাধা পেয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রক্তাক্ত জখম ভ্যান চালক, খড়িবাড়ি ছোটপোল এলাকার ঘটনা
ছিনতাইয়ে বাধা পেয়ে,ছিনতাইকারীদের ছুরির আঘাতে রক্তাক্ত জখম ভ্যানচালক,শরীরের একাধিক যায়গায় আঘাতের চিহ্ন, ভ্যান কেড়ে দুষ্কৃতীরা তাকে ফেলে দিল পোলের নিচে,রাতভোর তিনি পড়ে থাকলেন মেছো ভেরির আলায়,আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বারাসত জেলা হাসপাতালে। ঘটনাটি বারাসত ২ ব্লকের শাসন থানার অন্তর্গত রাজারহাট -কাঁচকল রোডের খড়িবাড়ি সংলগ্ন ছোট পোল এলাকায়। আক্রান্ত ভ্যন চালকের নাম হাফিজুল মন্ডল।বাড়ি দেগঙ্গা থানা এলাকায়।দেগঙ্গা থেকে প্রতিদিন বারাসত এলাকায় গিয়ে ভ্যান