বরজোড়া: উত্তর বনবিভাগ সূত্রে জানা যায় মোট হাতি সংখ্যা ৭১টি,সাহারজোড়া ৬৪ টি,পাবয়া ১ টি ও কাটাবেন্স ৬ টি হাতি রয়েছে
বাঁকুড়া উত্তর বনবিভাগ সর্বশেষ পাওয়া খবর জানা যায় মোট হাতি সংখ্যা ৭১টি ,বড়জোড়া রেঞ্জে সাহারজোড়া- ৬৪টি, পাবয়া-১টি, ও বেলিয়াতোড় রেঞ্জে কাঁটাবেন্সে-৬টি।এই সমস্ত এলাকার পার্শ্ববর্তী যেসব গ্রাম রয়েছে সেইসব গ্রামের বাসিন্দা দের সতর্ক থাকার কথা বলা হয়েছে বনবিভাগ দপ্তর থেকে।