নয়াগ্রাম: এসআইআর সচেতনতা বাড়াতে নয়াগ্রামে বিজেপির কর্মী বৈঠক, উপস্থিত মন্ডল বিজেপির সভাপতি
রবিবার বিকেলে বিজেপির নয়াগ্রাম মণ্ডল কমিটির উদ্যোগে এসআইআর বিষয়ে সচেতনতা বাড়াতে এক গুরুত্বপূর্ণ কর্মী বৈঠকের আয়োজন করা হয় নয়াগ্ৰাম ব্লকের আড়রা অঞ্চলের নাগরিপাড়া হাইস্কুল প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন নয়াগ্রাম মণ্ডল বিজেপির সভাপতি পরমেশ্বর মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকে এসআইআর এন্যুমারেশন ফর্ম পূরণ, সাংগঠনিক প্রস্তুতি ও আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।