কাঁকসা: SIR নিয়ে তৃণমূলের মিথ্যাচারের প্রতিবাদে পানাগড় বাজারের BJP-র পরিবর্তন সভা,সভায় BJP তে যোগদান এক ব্যক্তির
রাজ্যজুড়ে এসআইআর নিয়ে তৃণমূল সরকারের মিথ্যাচারের প্রতিবাদ, দুর্নীতিগ্রস্ত সরকারে বেকারত্ব দূর করার এবং রাজ্যজুড়ে নারী সুরক্ষার দাবিতে গলসি ছয় নম্বর মন্ডল এর পক্ষ থেকে পানাগড় বাজারে চৌমাথা মোড়ে বিজেপির পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা, গলসি ছয় নম্বর মন্ডল এর সভাপতি প্রশান্ত রায়, কাঁকসা পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেতা পঙ্কজ জয়সওয়াল, বিরোধী দলনেতা আনন্দ কুমার সহ মন্ডল সদস্যরা।