হরিশ্চন্দ্রপুর ১: নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই ভেঙে পড়ছে,গজকাটা গ্রামের সোলার সাবমারসিবল পাম্প পরিদর্শন
নিম্নমানের কাজ করার অভিযোগ পেয়ে সোলার সাব মার্সিবল পাম্পের কাজ দেখলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ও কর্মাধ্যক্ষ। সিডিউল মেনে কাজ করার নির্দেশ ঠিকাদারকে। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের গজকাটা গ্রামে জেলা পরিষদের তহবিল থেকে প্রায় আট লক্ষ টাকা বরাদ্দে সোলার সাব মার্সিবল পাম্প বসানোর কাজ চলছে। অভিযোগ, ঠিকাদার সিডিউল না মেনে নিম্নমানের কাজ করছে। পাম্প বসানোর কাজ শেষ হওয়ার আগেই লোহার গ্রিলের ঝালাই ছুটতে শুরু করেছে। সঠিক কাজের দাবি এলাকাবাসীর।