মানিকচক: মনসামঙ্গল কীর্তন এর অনুষ্ঠানকে কেন্দ্র করে শঙ্করটোলায় জমজমাট আয়োজন হাজার হাজার মানুষের সমাগম
এলাকাবাসীর যৌথ উদ্যোগে মনসামঙ্গল কীর্তন এর অনুষ্ঠানের আয়োজন হয়েছে ভুতনির শঙ্করটোলা এলাকায়। এক জমজমাট আয়োজন করা হয়েছে আর যাকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হচ্ছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রতিযোগিতা মূলক এই মনসামঙ্গল কীর্তন অনুষ্ঠানে মেতে উঠেছে। সাতদিনব্যাপী চলা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করে যাচ্ছে। বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিত্বরা আসছেন এই অনুষ্ঠান দেখতে। এলাকাবাসীর মিলন ক্ষেত্র পরিণত হয়েছে