জামুরিয়া: INMOSSA- 95 উপাধ্যায় গ্রুপ ছেড়ে কেন্দা এরিয়ায় মোট ৫০ জন মাইনিং সারদার ওভারম্যান আবার মূল INMOSSA সংগঠনে যোগ
কেন্দ্রা এরিয়ার ৫০ জন মাইনিং সারদার ও ওভারম্যান আবারও INMOSSA-র দলে।ইসিএল-এর কেন্দ্রা এরিয়ার গেস্ট হাউসে শুক্রবার বিকেল পাঁচটায় ইনমোসা সংগঠনের বড় সাফল্য দেখা গেল। INMOSSA-95 উপাধ্যায় গ্রুপ ছেড়ে কেন্দ্রা এরিয়ার মোট ৫০ জন মাইনিং সারদার ও ওভারম্যান আবার মূল INMOSSA সংগঠনে ফিরে এলেন।সকলের হাতে সংগঠনের পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে INMOSSA-তে অন্তর্ভুক্ত করেন ইনমোসার সর্বভারতীয় মহাসচিব পি.এন. মিশ্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কার্যকরী সভাপতি