মুরারই ২: পাইকর ষষ্ঠী তলার ১৫ ফুটে তান্ত্রিক কালী ঠাকুর পুকুর থেকে জল নিয়ে মটরের সাহায্যে পাইকর ষষ্ঠী তলার মন্ডপে নিরঞ্জন করা হল
আজ ২৫ অক্টোবর শনিবার আনুমানিক বেলার দিকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত পাইকর 1 অঞ্চলের।পাইকর ষষ্ঠী তলার 15 ফুটের তান্ত্রিক কালী ঠাকুর পুকুর থেকে জল নিয়ে মোটরের সাহায্যে পাইকর ষষ্ঠী তলায় মন্ডপে 15 ফুটের তান্ত্রিক কালী ঠাকুর নিরঞ্জন করা হয়েছে।উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যরা সহ বিশিষ্ট জনেরা।সেই চিত্র উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।