নলহাটি ১: চামটিবাগান পোধরা যুব সমিতির আয়োজিত ২ দিবসীয় ফুটবল প্রতিযোগিতার পায়ে ফুটবল মেরে শুভ উদ্বোধন করলেন তৃণমূল ব্লক সভাপতি
চামটিবাগান পোধরা যুব সমিতির আয়োজিত ২ দিবসীয় ফুটবল প্রতিযোগিতার পায়ে ফুটবল মেরে শুভ উদ্বোধন করলেন তৃণমূল ব্লক সভাপতি। আজ মঙ্গলবার বেলা ১১ঃ৩০ নাগাদ নলহাটি থানার অন্তর্গত ১৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন চামটিবাগান মোড়ে ফুটবল ময়দানে শুভ উদ্বোধন হল দুই দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার, চামটিবাগান পোধরা যুব সমিতির উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এই দুই দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।