ডোমজুড়: এনুমারেশন ফর্ম বিলি করাকে কেন্দ্র করে এবার বিতর্ক হাওড়ার সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের মহীয়াড়ী দু'নম্বর গ্রাম পঞ্চায়েত
Domjur, Howrah | Nov 6, 2025 এনুমারেশন ফর্ম বিলি করাকে কেন্দ্র করে এবার বিতর্ক হাওড়ার সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের মহীয়াড়ী দু'নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার আনুমানিক দুপুর একটা নাগাদ দেখা গেল মহিয়াড়ী দু'নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বি এল ও বাড়ি বাড়ি না গিয়ে অঙ্কুরহাটি গাজীপাড়া এলাকায় এক জায়গায় বসে ফর্ম বিলি করছে বি এল ও এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তার বসার জন্য চেয়ার টেবিলেও জোগাড় করেছে তা নিয়ে বাসিন্দারা এবং সেখানেই সমস্ত গ্রামবাসীকে আসতে বলা হচ্ছে