বারাবনী: অবশেষে দীর্ঘদিনের চর্চার অবসান ঘটিয়ে শুরু হলো কুলটি মিউনিসপাল্টি রোডের কাজের উদ্বোধন
অবশেষে দীর্ঘদিনের চর্চার অবসান ঘটিয়ে শুরু হলো কুলটি মিউনিসপাল্টি রোডের কাজের উদ্বোধন দীর্ঘদিন ধরে বেহাল ছিল আসানসোল পৌরনিগমের অন্তর্গত কুলটি বরো অফিস যাওয়ার রাস্তাটি যেটি মিউনিসিপালিটি রোড হিসাবে পরিচিত। একাধিক রাজনৈতিক দলের আন্দোলন করেছিলেন এই রাস্তা সংস্কারের জন্য। অবশেষে আজ দুপুর ১টায় রাস্তাটি সংস্কারের কাজ শুরু করা হলো প্রায় ৩৩ লক্ষ টাকা করচে এদিন এই রাস্তা উদ্বোধন করলেন এডিডিএ'র ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বোরো চিয়ারম্যান শতাব্দী ভান্