বাদুড়িয়া: আমরা রবীন্দ্র সংগীত শোনাচ্ছি, গণসংগীত শোনাতে দু মিনিট সময় লাগবে না, কাটিয়াহাটে বললেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী
আজ বুধবার বিকাল ৪টা নাগাদ বাদুরিয়ার কাটিয়াহাটে তৃণমূলের একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল রাজ্যের তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী ।অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ ত্রিপুরার এয়ারপোর্ট এর ঘটনায় তিনি বলেন- *মুখ্যমন্ত্রী আমাদের বদলা নয় বদল শিখিয়েছে, আজ ত্রিপুরায় বিজেপি যা করেছে সেটা আমরাও পারি, আমরা রবীন্দ্র সংগীত না আমরা গণসংগীত গাইতে পারি যখন তখন, কিন্তু আমরা তা করব না।