কলকাতা: কল্যান বন্দ্যোপাধ্যায়কে "রেজিস্টার মাতাল" বলে কলকাতায় তীব্র কটাক্ষ শুভেন্দুর
কল্যান বন্দ্যোপাধ্যায়কে রেজিস্টার মাতাল বলে তীব্র কটাক্ষ শুভেন্দুর। বুধবার দুপুর দুটো নাগাদ কলকাতায় নির্বাচন কমিশন দপ্তরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে শুভেন্দু অধিকারী দাবী করেন , BLO-দের তিনটি অংশ আছে, মেরুদন্ড সোজা রেখে কাজ করছে এটা বড় অংশের, আর একটা অংশ আছে ভয়ে এডজাস্ট করে নিচ্ছে, আর একটা অংশ আছে ডিউ টু ধর্মীয় কারণ এবং রাজনৈতিক আনুগত্য তারা হেল্প করছেন।সেই সংখ্যাটা ৮০ হাজার ৫০০ মধ্যে ৫০০০ বেশি হবে না।