হুড়া: দোপাহাড়ী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আমার পাড়া আমার সমাধান শিবির ঘুরে দেখলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী
Hura, Purulia | Sep 16, 2025 পাড়ায় সমাধানে মন্ত্রী।মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার সময় হুড়া ব্লকের রখেড়া বিশপুরিয়া অঞ্চলের দোপাহাড়ী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আমার পাড়া আমার সমাধান শিবির ঘুরে দেখলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক।এইদিন শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত,হুড়ার বিডিও আরিকুল ইসলাম সহ অন্যান্য রা।এইদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রীকে বরন করে লেন এলাকার বাসিন্দারা।এইদিন মন্ত্রীর কাছে গ্রামবাসীরা নিজেদের এলাকার সমস