মাথাভাঙা ১: মাথাভাঙ্গা ছাট খাটের বাড়ি এলাকায়, বিজেপির বু থ লেভেল এজেন্টকে জুতোর মালা পরিয়ে হেনস্তার অভিযোগ ।
বিজেপি এজেন্ট'কে হেনস্থা বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ মাথাভাঙ্গা ছাট খাটের বাড়ি এলাকায় বিজেপির বুথ লেভেল এজেন্ট'কে (২) জুতোর মালা পরিয়ে হেনস্থার অভিযোগ উঠল কোচবিহারের মাথাভাঙার ছাট খাটেরবাড়ি এলাকায়। বৃহস্পতিবার সকালে ওই এলাকার এসআইআর ফর্ম দিতে বেরোন বুথ লেভেল অফিসার (বিএলও)। সেই সময় তাঁর সঙ্গে তৃণমূলের বুথ লেভেল এজেন্ট (২) ছিলেন। বিজেপির বুথ লেভেল এজেন্ট (২) সেখানে পৌঁছলে তাঁকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।