ডোমজুড়: হাওড়া ডোমজুড়ের শলপে একটি বাইকের শোরুমে চুরি
Domjur, Howrah | Nov 27, 2025 হাওড়া ডোমজুড়ের শলপ এলাকায় একটি বাইকের শোরুমে চুরি ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে। বাইকের শোরুমের দরজা ভেঙে শোরুম এর ভেতর থেকে থাকা নগদ ২ থেকে আড়াই লাখ টাকা চুরি করে বলে অভিযোগ এবং ক্ষতি করেছে বেশ কয়েকটি গাড়ির বৃহস্পতিবার আনুমানিক এগারোটা নাগাদ বাইকের শোরুমের মালিক যখন দোকান খুলতে আসে তখন দেখে এই চুরির ঘটনা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এলাকায়