হাসনাবাদ: কাঠুরিয়া পাড়া এলাকায় একাধিক বাংলাদেশী ভোটারের হদিশ, মনের সহ থেকে প্রতিক্রিয়া হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি
হাসনাবাদের কাঠুরিয়া পাড়া এলাকার ঘটনা*এই এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশী বসবাস করে , অধিকাংশ শশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে , কেউ আবার বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে করেছে কিন্তু এখনো ভোটার লিস্টের নাম তুলতে পারিনি । আমরা যখন আজ শনিবার সকাল 11 টা নাগাদ ঘটনাস্থলে গেলাম তখন *আব্দুল আহাদ গাজী* বাড়িতে নেই বলে দাবি করলেন তার সাজানো মা , সাজানো মা বাড়ির গেটে তালা দিয়ে বারান্দায় বসে থাকলেন, তিনি বললেন আব্দুল আহাদ গাজীর পাতানো বাবা *নুরুজ্জামান গা