বাংলার ভোট রক্ষা শিবির পরিদর্শন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। ইংলিশবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের মোমিন পাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা শিবির খোলা হয়েছে। শনিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ সেই শিবির পরিদর্শনে যান মালদা জেলা পরিষদের সভাধিপতি। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান সহ অন্যান্য মেম্বাররা। উল্লেখ্য এই রাজ্যে শুরু হয়েছে এস আই আর।