মানিকচক: অসময়ের ভাঙ্গনের নদীর পাড়ের অংশ তলিয়ে যাচ্ছে কাকড়িবাধা এলাকায়,আতঙ্কে মানুষ।
বর্ষা শেষ। এখন চলছে শুখা মরশুম। আর এই শুখা মরশুমেই ভাঙন আতঙ্ক ফিরে এল মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের কাকরিবাঁধা এলাকায়।নদীপাড়ের বিস্তীর্ণ এলাকায় বড়ো বড়ো ধস নামতে শুরু করল।প্রায় দেড় দশক আগে করা বোল্ডার পিচিং-এর কাজ ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসীর বক্তব্য, গত দিন দশেক ধরেই মথুরাপুরের কাকরিবাধা এলাকায় ফুলহর নদীর পাড়ে ভাঙন হচ্ছে। নদীপাড়ে বড়ো বড়ো ধস নামছে। বোল্ডার পিচিং-এর কাজ তলিয়ে যাচ্ছে।