মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে এক বাইক আরোহীকে গ্রেফতার করলো কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।আজ সন্ধ্যা ৬টা নাগাদ তাকে কাঁকসার হাসপাতাল মোড় থেকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।জানা গেছে ধৃতের বাড়ি বুদবুদ এলাকায়।আজ সন্ধ্যায় ওই ওই বাইক আরোহী ইলামবাজার থেকে বুদবুদ যাওয়ার পথে হাসপাতাল মোড়ের কাছে তাকে আটকে তাকে মেশিনের দ্বারা পরীক্ষা করতেই তাকে মদ্যপ অবস্থায় পায়।এর পরেই তাকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।