মথুরাপুর ২: কোম্পানিরঠেক মহিলা উদযাপন কমিটির উদ্যোগে জগধাত্রী পূজার আয়োজন
মহিলা পরিচালিত কোম্পানিরঠেক উদযাপন সংঘের উদ্যোগে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার আয়োজন। এই জগদ্ধাত্রী পূজার শুভ উদ্বোধন করেন রায়দিঘি থানার মেজবাবু অনুপ কুমার মাইতি তিনি বলেন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আগিয়ে যেতে হবে। আমরা দলবদ্ধভাবে একসাথে পথ চলার চেষ্টা করব। কোন ভেদাভেদ রাখবো না। পাশাপাশি এ বিষয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিট নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন পূজো কমিটির এক সদস্য।