হাড়োয়া: ধনপোতা বাজারে CPI (M) এবং ISF -এর যৌথ উদ্যোগে SIR সহায়তা শিবিরের আয়োজন
সিপিআইএম এবং আই এস এফ -এর যৌথ উদ্যোগে হাড়োয়া ব্লকের ধনপোতা বাজারে আয়োজন করা হয়েছে এস আই আর সহায়তা শিবিরের । রবিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সহায়তা শিবিরে সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিলাপ করা এবং সমস্ত রকমের সহযোগিতা করছেন আইএসএফ এবং সিপিআইএম নেতৃত্ব। উপস্থিত ছিলেন হাড়োয়া এরিয়া কমিটির সম্পাদক আসিফ আলম জেলা কমিটির সদস্য বজলুর রহমান সাবির আহমেদ সহ অন্যান্য নেতৃত্ব।