মুরারই ২: পাইকরে বিডিও অফিস মুক্ত মঞ্চে MSME ক্যাম্প অনুষ্ঠিত হল উপস্থিত বিডিও
জানা যায় গত ১০ নভেম্বর সোমবার থেকে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিল্পের সমাধানে MSME ক্যাম্প শুরু হয়েছে। সেইমতো তারি আজ ১১ ই নভেম্বর মঙ্গলবার দ্বিতীয় দিনে সকালে দিক থেকে দুপুর দিক পর্যন্ত।মুরারই ২ ব্লকের পাইকরে বিডিও অফিসে মুক্ত মঞ্চে MSME ক্যাম্প অনুষ্ঠিত হয়।এদিন সকালে দিকে ক্যাম্পে খুলতেই বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা নেওয়ার জন্য ও নাম নথিভুক্ত করতে সাধারণ মানুষ জনেরা এসেছিলেন।