ঝাড়গ্রাম: মোবাইল আসক্তি দূর করতে রঘুনাথপুর বইমেলা এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচদিনের শিশু কিশোর বইমেলা
মোবাইল আসক্তি থেকে শিশু কিশোরদের কিছুটা হলেও দূরে সরিয়ে রাখতে গত বছরের মতো এবারও ঝাড়গ্রাম জেলার রঘুনাথপুর বইমেলা এসোসিয়েশনের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার তিনটি স্থানে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচদিনের শিশু কিশোর বইমেলা। আগামী ২১ থেকে ২৩ শে সেপ্টেম্বর এই বইমেলা অনুষ্ঠিত হবে ঝাড়গ্রাম শহরের বলাকা মঞ্চে। ২৪ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডুমুরিয়া হাইস্কুলে।২৫ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গিধনী বিবেকানন্দ নার্সরি ও প্রাইমারি স্কুলে।