নলহাটি ২: আকালিপুর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমে মহাধুমধাম করে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কুমারী পূজার আয়োজন।
আকালীপুর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমে মহাধুমধাম করে অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী পূজো। এবারে তাদের পুজো নবম বর্ষে পরলো। এখানে মা জগদ্ধাত্রীকে সারদা রূপে পূজো করা হয়। নিষ্ঠা সহকারে নিয়ম রীতি মেনে সপ্তমী অষ্টমী ও নবমী পুজো অনুষ্ঠিত হয়। কুমারী পূজার আয়োজন করা হয়। সারাদিন ধরে পুজো, হোম যজ্ঞ, আরতি। পাশাপাশি অনুষ্ঠিত হয় ভজন ও ভক্তিমূলক গানের অনুষ্ঠান। দুপুরে অন্ন প্রসাদেরও ব্যবস্থা করা হয়।