হাওড়া উর্দু গার্লস হাই স্কুল।এই স্কুলে যাবার রাস্তার ধারে করা হয়েছে ভ্যাট।সেই ভ্যাট উপছে রাস্তায় পড়ছে ময়লা।ছাত্রীরা স্কুলে যেতে না পেরে অবরোধ ছাত্রীদের।অবশেষে টনক নড়ে হাওড়া পুরসভার।গাড়ি পাঠিয়ে পরিষ্কার করা হয় ময়লা।টিচার ও ছাত্রীরা জানান দীর্ঘদিনের সমস্যা।ওয়াসীমা নাজ নামে এক ছাত্রী জানায় নিয়মিত ময়লা পরিষ্কার হয়না।দুর্গন্ধে ভরে থাকে।ঠিকমতো যাতায়াত করা যায়না।আবর্জনা খেতে গরু মোশ ও কুকুরের অবাধ বিচরণ।বেড়েছে মশা মাছির উপদ্রব।