তুফানগঞ্জ ২: দায়িত্ব ভার গ্রহণের পর নয়া BDO কে সংবর্ধনা দিলো তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতি
মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির তরফে তুফানগঞ্জ দুই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অজয় কুমার দণ্ডপাত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস, জেলা পরিষদের সদস্য নিরঞ্জন সরকার সহ অন্যান্যরা। উল্লেখ্য সোমবারই নতুন দায়িত্বভার গ্রহণ করেন ভিডিও অজয় কুমার দণ্ডপাত এবং আজ মঙ্গলবার তুফানগঞ্জ দুই পঞ্চায়েত সমিতির তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।