বিনপুর ২: বেলপাহাড়ীতে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পূজোর আয়োজন
বেলপাহাড়ীতে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পূজোর আয়োজন। রিতি মেনে বুধবার বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ী থানার বাইরে আয়োজিত হয় বিশ্বকর্মা পূজো। এদিন দুপুর আনুমানিক ১২ টা নাগাদ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেলপাহাড়ী থানার আধিকারিকদের পাশাপাশি পুজোয় অংশ নেন সাধারণ পুলিশ কর্মীরাও। থানা চত্বরের বাইরে অস্থায়ী মন্ডপে প্রতিমা প্রতিষ্ঠা করে বিশ্বকর্মার পুজো হয়।