বিনপুর ২: IFFCO ও IFFDC এর পক্ষথেকে বিনপুর 2 ব্লকের একাধিক এলাকায় কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন
ইফকো ও IFFDC এর পক্ষথেকে বিনপুর 2 ব্লকের শিলদা,সন্দাপাড়া ও বেলপাহাড়ী অঞ্চলের প্রায় ১৩ টি গ্ৰামে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন মূলক কাজকর্ম আয়োজিত হয়। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত জামিরাশুলি, আমলাগুড়া সহ একাধিক এলাকার কৃষকদের ধানঝাড়া মেশিন, সেচের জন্য জল পাম্প, পাইপ, সহ একাধিক কৃষি যন্ত্রপাতি, বিতরণ করা হয় এছাড়াও উন্নত মানের চাষবাসের জন্য হয় কৃষক প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন ইফকোর পশ্চিমবঙ্গ রাজ্য বিপনন প্রবন্ধক ডক্টর প্রকাশ দত্ত।