আরামবাগ: বৈবাহিক অশান্তির জের,গোঘাটে পেট্রোল ঢেলে স্ত্রী ও স্ত্রীর ভাইকে জবন্ত পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর
বৈবাহিক অশান্তির জের,পেট্রোল ঢেলে স্ত্রী ও স্ত্রীর ভাইকে জবন্ত পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর।ঘটনাটি গোঘাটের ভগবানপুর এলাকার।জানা যায়,এলাকার লক্ষ্মীর বিয়ে হয় মেদিনীপুরের রাধাবল্লভপুরে।বিয়ের পর অশান্তির জেরে বাড়ি চলে আসেন লক্ষ্মী।মঙ্গলবার ভোরে ছাদের চাবি খুলে স্ত্রী কাছে পৌঁছায় তার স্বামী সন্তু।ঘুমন্ত অবস্থায় স্ত্রী এবং তার ভায়ের উপর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ।অগ্নিদগ্ধ হন লক্ষ্মী এবং তার ভাই।স্থানীয়রা উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যায়