বারাসাত ১: হঠাৎ বারাসাত শহরে একাধিক হোটেলে চিরুনি তল্লাশি চালালো জেলা পুলিশ
হঠাৎ বারাসাত শহরে একাধিক হোটেলে চিরুনি তল্লাশি চালানো জেলা পুলিশ সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশন এর কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে দেশের রাজধানী দিল্লি, বিষ খাওয়নের পর দিল্লির পাশাপাশি গোটা দেশজুড়ে জারি করা হয় হাই এলার্ট। সেই মতন উত্তর ২৪ পরগনা জেলাতেও জারি করা হয়েছে হাই এলার্ট, এই ঘটনায় বুধবার রাত্রি বারোটা নাগাদ হঠাৎ বারাসাতের একাধিক হোটেলে চিরুনি তল্লাশি চালালো বারাসাত জেলা পুলিশের আধিকারিকরা, উপস্থিত