নলহাটি ১: বারসোর - শংকেতপুরের মাঝে মাঠে পুকুর থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহের ময়নাতদন্ত হবে আজ
বারসোর - শংকেতপুরের মাঝে মাঠে পুকুর থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহের ময়নাতদন্ত হবে আজ। আজ সোমবার সকাল ন'টা নাগাদ স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত্রে নলহাটি থানার অন্তর্গত বারসোর গ্রামের বাসিন্দা সাইদুল শেখের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বারসোর - শংকেতপুরের মাঝে মাঠে একটি পুকুর থেকে । ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভারমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় নলহাটি থানা পুলিশ।