পুরাতন মালদা: পুরাতন মালদা শহরে একাধিক ওয়ার্ডে জলমগ্নের পরিস্থিতি, দ্রুত ব্যবস্থা নিতে তৎপর এলাকায় পরিদর্শনে চেয়ারম্যান কার্তিক ঘোষ
👉পুরাতন মালদা শহরের একাধিক ওয়ার্ডে জলমগ্নের পরিস্থিতি, দ্রুত ব্যবস্থা নিতে তৎপর পৌরসভা — এলাকায় পরিদর্শনে পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ 👉 সংবাদদাতা:কুঞ্জবিহারী শর্মা 👉পুরাতন মালদা: টানা নিম্নচাপ ও মন্থার প্রভাবে টানা বৃষ্টিতে পুরাতন মালদা শহরের বিভিন্ন ওয়ার্ডে তৈরি হয়েছে জলমগ্নের পরিস্থিতি। শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি, এমনকি স্কুল-প্রতিষ্ঠানগুলির সামনেও জল জমে যাওয়ায় ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার দুপুর বারোটা নাগাদ পরিস্থিতি স