তালডাংরা বিধানসভার সিমলাপাল ব্লকে SIR কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা সভায় যোগ দিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়। এদিন তিনি বাংলার ভোট রক্ষা শিবিরও পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন সিমলাপাল ব্লক তৃণমূলের সভাপতি সৌমেন পাত্র, সহ-সভাপতি রবিদাস চক্রবর্তীসহ দলের অন্যান্য কর্মীরা। SIR কার্যক্রমের কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গেছে।