কাঁকসা: নিখোঁজ যুবকের দেহ উদ্ধার সেচ খাল থেকে,খুনের অভিযোগ তুলে দোষীর গ্রেফতারের দাবিতে দেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ রণডিহায়
গত অক্টোবর মাসের ২৪ তারিখ রাত থেকে নিখোঁজ হওয়া যুবকের দেহ উদ্ধার হয় রবিবার বিকালে। বুদবুদের রনডিহা ড্যামের কাছে সেচ খালের জল থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়। স্থানীয়রা দেহ জলে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে। খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় চাকতেঁতুল এলাকার পেট্রোল পাম্পের কাছে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা ও এলাকার মানুষ। মৃতের নাম গৌতম বাগদি (৩০)।