বসিরহাট ২: শিবতলা এলাকায় বাইক দুর্ঘটনায় আহত হল একজন
ঘটনাটি বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকা বসিরহাট ২ নম্বর ব্লকের শিবতলা এলাকার ঘটনা। রাস্তা পারাপারের সময় হঠাৎই সজোরে একটি বাইক পিছন থেকে ধাক্কা মারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।। আহত ব্যক্তির নাম সিরাজুল মোল্লা। স্থানীয়রা ছুটে এসে তাকে চিকিৎসার জন্য ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনার পর থেকে পলাতক বাইক চালক।