স্বরূপনগর: চারঘাট বাজার এলাকায় মারামারি কাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার করে বসিরহাট আদালতে পাঠালো স্বরূপনগর থানাপুলিশ
মারামারি কান্ডে এক অভিযুক্ত যুবক আদালত থেকে জামিন পাওয়ার পর দীর্ঘদিন সে পুনরায় আদালতে হাজিরা না হয় বিচারকার্যে বিলম্বিত হচ্ছিল |সেই মতো আদালত তাকে গ্রেফতার করার নির্দেশ দেয় |পুলিশ তাকে খুঁজছিল- সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল |গতকাল সন্ধ্যার পর গোপন সংবাদ এর সূত্র ধরে স্বরূপনগর থানাপুলিশ চারঘাট বাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে আজ রবিবার দুপুর বারোটা নাগাদ তাকে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় |পুলিশ সূত্রে জানা যায় তার নাম প্রদীপবাইন