খাতড়া: অবশেষে শুরু হল খাতরা গুরত্বপূর্ণ রাস্তা গুলির নির্মাণ কাজ, গুনগত মান পর্যবেক্ষণ করলেন, রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী
অবশেষে শুরু হলো খাতড়ার গুরুত্বপূর্ণ এই রাস্তাগুলির নির্মাণ কাজ।আজ জনস্বার্থে এই কাজের গুণগত মান সরাসরি পর্যবেক্ষণ করলেন মাননীয়া খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের সঙ্গে নিয়ে।ভারত সেবাশ্রম সংঘ থেকে থানা মোড়ে পর্যন্ত, কংসাবতী শিশু বিদ্যালয় থেকে হাসপাতাল মোর পর্যন্ত।