ময়ূরেশ্বর ১: অবশেষে উদ্ধার তৃতীয় চোরাই বাইকও, ধৃতরা মল্লারপুরে পুলিশ হেফাজতে
মল্লারপুর থানা এলাকায় ঘটে যাওয়া মোট তিনটি বাইক চুরির ঘটনার কিনারা করে তৃতীয় বাইকটিও অবশেষে উদ্ধার করল মল্লারপুর থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধৃত তিন জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামের বাসিন্দা ভাগ্যধর লেট গত ১২ই অক্টোবর তাঁর মোটর বাইক চুরি যাওয়ার ঘটনাটি লিখিতভাবে অভিযোগ জানান। তিনি অভিযোগ করেন, চুরি হয়েছিল ১০ই অক্টোবর।