কাঁকসা: ৬য় বছরে পদার্পণ করলো কোটা গ্রামের জগদ্ধাত্রী পুজো,পুজো উপলক্ষ্যে বসেছে মেলা,পুজো চলবে ৪দিন,নানান অনুষ্ঠানের আয়োজন
৬য় বছরে পদার্পন করলো কোটা গ্রামের জগদ্ধাত্রী পুজো।প্রতি বছরের মত এবছরও মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়েছে।পুজো উপলক্ষ্যে গ্রামে বসেছে মেলা।পুজো চলবে ৪দিন।গ্রামের বাসিন্দা বাসুদেব আঁকুরে জানিয়েছেন,গ্রামে ছোট খাটো দু একটি দুর্গাপুজো ও কালি পুজো।তার পরে ভাইফোঁটার পর আর কোনো পুজো বা অনুষ্ঠান হতো না।অন্যদিকে জগদ্ধাত্রী পুজো দেখতে গ্রামের মানুষকে যেতে হতো সুদূর চন্দন নগরে।তাই গ্রামের যুবকরা স্থির করেন পুজোর আনন্দের রেস ধরে রাখতে তারা পুজো করবেন।সেই থেকে শুরু পুজো