সীমলাপাল: সিমলাপাল থানার উদ্যোগে রাজ্য সরকারের পুজো অনুদানের চেক প্রদান, খুশির হাওয়া পুজো উদ্যোক্তাদের মধ্যে
আর হাতে গোনা কয়েক দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মঙ্গলবার আনুমানিক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সিমলাপাল থানার উদ্যোগে রাজ্য সরকারের পুজো অনুদানের চেক প্রদান হল। এদিন সিমলাপাল ব্লক এলাকার পুজো কমিটির প্রতিনিধিদের হাতে ১ লক্ষ ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু, সিমলাপাল থানার আইসি, সিমলাপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।