কাঁকসা: কাঁকসায় SIR এর BLA ২ হয়েছেন এক বাংলাদেশি,ঘটনা প্রকাশে আসতেই শুরু রাজনৈতিক তর্জা,কমিশনে অভিযোগ দায়ের
রাজনৈতিক চাপানুত্তরের পর বাংলায় শুরু হয়েছে SIR।নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়িবাড়ি BLO রা এনুমারেশনের ফর্ম বিলিও করে দিয়েছেন।এমনকি সেই ফর্ম জমা নেওয়ার কাজও চলছে জোর কদমে।এরই মাঝে তৃণমূলের বুথ লেভেলের এজেন্ট বাংলাদেশি এবং অবৈধ ভাবে কাঁকসায় বসবাস করছেন।তার পরিবার বাংলাদেশে আছে।এই অভিযোগ তুলেছেন কাঁকসার কলোনির বাসিন্দা অজয় মজুমদার।এই বিষয়ে তিনি ইমেলের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন বলে জানিয়েছেন।ঘটনা প্রকাশ্যে আসতেই কাঁকসা জুড়ে চাঞ্চল্য