পান্ডুয়া: 'বন্দে মাতরম' -এর গৌরবময় সার্ধশতবর্ষ পালন করল বিজেপি পান্ডুয়া মন্ডল তিনের পক্ষ থেকে
'বন্দে মাতরম' -এর গৌরবময় সার্ধশতবর্ষ পালন করল বিজেপি পান্ডুয়া মন্ডল তিনের পক্ষ থেকে। কর্মসূচি শেষে আজ শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় ১৮৭৫ সালের ৭ই নভেম্বর বন্দে মাতরম গানের রচনা করেন বাংলা সাহিত্যের নবজাগরণের পথিকৃৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজ ৭ ই নভেম্বর বন্দেমাতরম গানের সার্ধশতবর্ষ পালিত হচ্ছে গোটা দেশ তথা বিশ্বজুড়ে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে দিন বিজেপি পান্ডুয়া মন্ডল তিনের পক্ষ থেকে পান্ডুয়ার তেলিপাড়া,,