আজ ৮ই নভেম্বর আনুমানিক সকাল ১১ টা নাগাদ সিউড়ি বিদ্যাসাগর কলেজের সংস্কৃত বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঠাকুর শ্রীসত্যানন্দ দেব স্মারক বক্তৃতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী অমিতারঞ্জন মহারাজ। বক্তৃতায় তিনি ঠাকুর শ্রীসত্যানন্দ দেবের জীবনাদর্শ ও আধ্যাত্মিক চিন্তাধারার উপর আলোকপাত করেন। বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।