আজ সাহারজোড়া অঞ্চলের শীতলা গ্রামের দিকের ছটি বুথের মহিলাদের নিয়ে বাংলার ভোটাধিকার রক্ষা সচেতনতা সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ অর্চিতা বিদ। তিনি বুথের মহিলাদের সাথে sir ফ্রম ফিলআপ নিয়ে কোনকিছু সমস্যা হচ্ছে কি না সেইসব ব্যাপারে আলোচনা করেন।