জলপাইগুড়ি: উচ্চ মাধ্যমিকে রাজ্যের দ্বিতীয় জলপাইগুড়ির ঘরের ছেলে অতনু ব্যানার্জী!
রাজ্যের দ্বিতীয় জলপাইগুড়ির ঘরের ছেলে অতনু ব্যানার্জী। সে কলকাতার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। বাড়ি জলপাইগুড়ির উকিলপাড়ায়। অতনুর প্রাপ্ত নম্বর ৯৮.৯৫ শতাংশ। রাজ্যে দ্বিতীয়। প্রথমে জলপাইগুড়ির একটি মিশনারী স্কুলে পড়ত অতনু। পরে পড়াশোনার জন্য কলকাতায় চলে যায়। বাবা অলক বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়িতে রাইস মিল ও ছোট চা ফ্যাক্টরি রয়েছে। শুক্রবার বিকেলে জলপাইগুড়িতে অতনু পরিবারের সদস্য ছেলের সাফল্যে খুশি প্রকাশ করেন।