বালি-জগাছা: AITCU হকার ইউনিয়নের পক্ষ থেকে সাঁতরাগাছি এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে একটি পথসভার
AITCU হকার ইউনিয়নের পক্ষ থেকে সাঁতরাগাছি এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বুধবার আনুমানিক বিকেল চারটে নাগাদ একটি পথসভার আয়োজন। যেখানে মূল দাবি ছিল হকারদের অযথা কেস দেওয়া এবং পুলিশি অত্যাচার না করা। যেখানে সারাদেশে কর্মসংস্থান বলে কিছু নেই কিন্তু সেই হকার খেটে খাওয়ার মানুষের কর্মসংস্থান নষ্ট করছে রেল কর্তৃপক্ষ।। যেখানে উপস্থিত ছিলেন বিপ্লব ভট্টাচার্য, পিন্টু চৌধুরী এবং গোলাম মোস্তফা ছাড়াও কর্মীবৃন্দরা।